প্রতিষ্ঠান প্রধানের বাণী

প্রতিষ্ঠান প্রধানের বাণীঃ
সম্মানীত সুধী,
সকলের প্রতি অত্র প্রতিষ্ঠনের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন।  শিক্ষার্থীরা  অনেক স্বপ্ন, আশা, উদ্দীপনা নিয়ে জ্ঞান অর্জনের পথে ধাবিত হন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার একটি মাত্র পথ তা হচ্ছে শিক্ষা লাভের মাধ্যমে জ্ঞান অর্জন করা। আমরা জানি “শিক্ষাই জাতির মেরুদন্ড”   তাই বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে  বাংলাদেশ কারিগরি শিক্ষাবোড কর্তৃক পরিচালিত কারিগরি শিক্ষাই সময়োপযোগী ও জাতী গঠনে সহায়ক একটি কর্মমুখী শিক্ষা হিসেবে দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি লাভ করেছে। দেশ আন্তজার্তিক মহলে বিপুল সংখ্যাক দক্ষ অফিসকর্মীর চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন পদে যেমন কম্পিউটার অপারেটর, ডাটাএন্ট্রি অপারেটর, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার সহ বিভিন্ন পদে চাকুরীর জন্য অগ্রাধিকার পেতে প্রশিক্ষণ প্রদাণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে  যুগউপযোগি আইসিটি কোর্স সহ ওয়েবসাইট ডেভেলপ, ডোমেইন ও হোস্টিং সেবা প্রদান করে আসছে।  উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে অত্র প্রতিষ্ঠানের পক্ষথেকে  সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।